করোনা ভাইরাসের জন্য সরকার কর্তৃক ঘোষনা ও গুরুত্বপূর্ণ তথ্যবিবরণ

0
7
{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580282288922","total_editor_time":237,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1580282288898","total_effects_time":0,"brushes_used":0,"height":640,"layers_used":0,"width":1280,"subsource":"done_button"}

করোনা ভাইরাস নামক সংক্রামক রোগ যা চীনে উৎপন্ন  হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।এই রোগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ও এই সংক্রামক ভাইরাস শনাক্ত করা হয়েছে।এর ফলে বাংলাদেশে ও প্রভাব পরতে শুরু করেছে।বাংলাদেশের মানুষরা বর্তমানে আতংকিত আছেন করোনা ভাইরাসের ফলে।বাংলাদেশ সরকার কর্তৃক পরামর্শ দেওয়া হয়েছে যে দেশবাসী আতংকিত না হয়ে বরং তারা যেন সচেতন ও সাবধান থাকার জন্য বলা হয়েছে।এই সংক্রামক ও ভয়াবহ ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।এরই মধ্যে বিভিন্ন বন্দরে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।এই ভয়াবহ ভাইরাস আক্রান্ত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে

করোনা ভাইরাসের লক্ষন সমূহ 

– সর্দি,কাশি থেকে নিউমোনিয়া

– প্রবল জ্বর

– শ্বাস কষ্ট 

– বুকে ব্যাথা

করোনা ভাইরাসের বিপদের মাত্রা 

– করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে এ্যান্টবায়োটিক কাজ করে না 

– ফলে এটি প্রানঘাতি হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশী

করোনা ভাইরাস রোধে সাবধানতা

– সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন

– বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং

প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন

– অযথা হাত দিয়ে নাক ও হাত ঘষা থেকে বিরত থাকুন

– আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন