মোস্তাফিজের না খেলা ম্যাচে লাখনৌয়ের কাছে দিল্লির হার

0
3


আইপিএল খেলার জন্য চার্টার্ড ফ্লাইটে করে ভারতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মোস্তাফিজকে। কিন্তু শেষ পর্যন্ত একাদশেই জায়গা পেলেন না এই কাটার মাস্টার। তাই হয়তো সাকিবের কলকাতার মতোই হার দিয়ে আসর শুরু করতে হলো দিল্লি ক্যাপিটালসকে। লাখনৌয়ের কাছে ৫০ রানে হেরেছে দিল্লি।

শনিবার রাতে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা লাখনৌ ৬ উইকেটে ১৯৩ রানের বড় স্কোর পায়। জবাবে দিল্লি ৯ উইকেটে ১৪৩ রানেই থামে।

১৯৪ রানের টার্গেটে নেমে লাখনৌর বোলাদের সামনে টিকতেই পারেনি ফিজের দিল্লি। পাওয়ার প্লেতেই দুই উইকেট হারাতে হয়েছে তাদের। ৩০ রান করে ফেরেন রাইলি রুশো। দলের হাল ধরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অর্ধশতক পূর্ণ করে তিনি ফেরেন ৫৬ রান করে। দলের কেউ আর স্কোর করতে না পারলে লাখনৌর বিপক্ষে ৫০ রানে হারে দিল্লি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় লাখনৌ সুপার জায়ান্টস। শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে এলএসজি। ৩৬ রানে আউট হন নিকোলাস পুরান। এরপর ৩৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন ওপেনার কাইল মায়ার্স।

ইউএইচ/