আবারও মানবতার পাশে সোনু সুদ, থাইল্যান্ডে আটকে পড়া ভক্তকে ফেরালেন দেশে

0
2


ছবি: সংগৃহীত।

মানবদরদী হিসেবে নিজেকে বারংবার প্রমাণ করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। পর্দায় তাকে বেশিরভাগ সময় ভিলেন হিসেবে দেখা গেলেও বাস্তবজীবনে অনেক হিরোকেও পেছনে ফেলবেন তিনি। মানুষের যেকোনো বিপদে ছুটে আসেন এই অভিনেতা, ভক্তরাও সঙ্কটকালে স্মরণ করে তাকেই। তেমনই আরও একবার মানুষের মন জিতে নিয়েছেন সোনু সুদ, আরও একবার তাকে নিয়ে পড়ে গেলো হৈচৈ। খবর ইন্ডিয়া টাইমসের।

মূলত থাইল্যান্ডে গিয়ে সেখানে আটকে পড়েছিলেন সাহিল খান নামের এক ভারতীয় যুবক। দেশে ফেরার কোনো টিকিট পাচ্ছিলেন না তিনি। অবশেষে উপায় না দেখে সোনুর কাছেই সাহায্য চান তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে সহায়তার জন্য আবেদন করেন, জানান নিজের অসহায়ত্ব। সাহিল তার টুইটার অ্যাকাউন্টে সোনু সুদকে ট্যাগ করে লিখেছিলেন, থাইল্যান্ডে আটকে পড়েছি স্যার। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। প্লিজ সাহায্য করুন। এরপরই বিষয়টি নজরে আসে সোনু সুদের।

https://twitter.com/iemkhansahil/status/1536042781562417152?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536042781562417152%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fentertainment%2Fcelebs%2Fsonu-sood-helps-indian-man-stuck-in-thailand-572191.html

জানা গেছে, সাহিলের ঘটনা নজরে পড়তেই ভারত থেকে টিকিট কিনে তাকে পাঠিয়ে দেন অভিনেতা। তাকে ট্যাগ করে সোনু লেখেন, তোমাকে টিকিট পাঠাচ্ছি। পরিবারের সাথে দেখা করার সময় চলে এসেছে। সেই টিকিটে করেই দেশে ফিরতে পারেন সাহিল। এই অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়ও। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি ভারতীয় সরকারসহ অনেকের কাছেই সাহায্য চেয়েছিলাম। কিন্তু কেউই সহায়তা করার চেষ্টা করেনি। তবে আমি জানতাম আপনি সাহায্য করবেন। আমি প্রার্থনা করি আপনি সবসময় ভালো কাজ করুন এবং একজন সফল মানুষ হোন।

https://twitter.com/iemkhansahil/status/1536364071217377280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536364071217377280%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fentertainment%2Fcelebs%2Fsonu-sood-helps-indian-man-stuck-in-thailand-572191.html

অবশ্য এবারই প্রথম নয়। এর আগে, করোনার সময় বিভিন্ন স্থানে আটকে পড়া ভ্রাম্যমাণ শ্রমিকদের নিজ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন সোনু। সেই সময় ভারতজুড়ে তার জয়জয়কার পড়ে যায়। এছাড়া কিছুদিন আগেই এক বিহারী শিশুকন্যাকে নতুন জীবন দিয়েছেন সোনু। চার হাত ও চার পা নিয়ে জন্ম নেয়া চৌমুখী নামের সেই শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছিলেন অভিনেতা। তারপর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে শিশুটি।

এসজেড/