বেনাপোলে ইউপি সদস্য হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

0
4


জব্দকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতরা।

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (৩০ জুলাই) যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি গাছি দা, অবিস্ফোরিত ৩টি ককটেল সদৃশ কৌটা ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

জানা গেছে, মামলার তদন্তকারী ডিবি কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তারা তাকে কুপিয়ে হত্যা করে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারস্থ ভাই ভাই ফার্নিচার নামক একটি দোকানের সামনে কতিপয় সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাগআচঁড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আশানুর জামান বাবলুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।

/এসএইচ