সিলেটের কৃতি সন্তান আলেয়া ডেইজি সারোয়ার ।তিনি ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এরপর তিনি আবার সংরক্ষিত আসন ১২ অন্তরভুক্ত ৩১,৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ যুব মহিলালীগ এর কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলেয়া ডেইজি সারোয়ার ।বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সির পদে আলেয়া ডেইজি সারোয়ার নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন -সম্পাদক ওবায়দুল কাদের । লাটিম মার্কা পেয়ে তিনি এখন নির্বাচনের জন্য প্রচারনা করছেন । সকলের সিলেটবাসীর কাছে দোয়া প্রার্থী আলেয়া ডেইজি সারোয়ার আপা ।