পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (৯ এপ্রিল) শুরু হয়ে বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়।
গাজীপুরে মনোনয়ন পেয়েছেন আজমত উল্লা খান, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।
সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এনএএস