রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুরের আব্দুল খালেক মিয়ার বাড়ি থেকে আবির সরদার (২৬) নামে এক যুবকের (জামাই) গলায় ফাঁস নেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ ওই যুবকের শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। আবির আলীপুর ইউপির আলাদীপুরের মজিদ সরদারের ছেলে। তার শ্বশুর আব্দুল খালেক মিয়া দাদশী মোহাম্মদপুরের মৃত ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা হালিম জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই যুবক তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাতের খাবার খেয়ে তার স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানের সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৫টার দিকে তার স্ত্রীর ঘুম ভাঙলে দেখেন ঘরের চালের বাটামের সাথে তার স্বামী গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। এ সময় তার চিৎকারে তারা বিষয়টি জানতে পারেন। সে তার কোমরে থাকা কাপড়ের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়েছে। আবির পেশায় একজন ডেকোরেশন মিস্ত্রী।
তিনি আরও জানান, ছেলেটি বহু টাকা দেনা আছে। পাওনাদাররা বেশ কিছুদিন ধরে সেই টাকার জন্য চাপ দিচ্ছিল বলে জেনেছেন। হয়তো সে কারণে সে আত্মহত্যা করেছে। তাছাড়া ৪ বছর ধরে সে বিয়ে করেছে। এর মধ্যে তার শ্বশুর বাড়ির সাথে কখনো কোনো ঝামেলা দেখা যায়নি।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ইউএইচ/