স্ট্রাকচারাল স্টেবিলিটি ক্লিয়ারেন্স ছাড়া পরবর্তী উদ্ধারকাজ চালানো সম্ভব নয়: ফায়ার সার্ভিস

0
3


গুলিস্তানের সিদ্দিকবাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের দ্বিতীয় দিন থমকে গেছে উদ্ধার কাজ। রাজউকসহ দায়িত্বশীল সংস্থার স্ট্রাকচারাল স্টেবিলিটি ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর বাবুল চক্রবর্তী জানান, ভবনটির বেজমেন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে রাজউকসহ দায়িত্বশীল সংস্থার স্ট্রাকচারাল স্টেবিলিটি ক্লিয়ারেন্স না পাওয়া উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তবে উদ্ধার অভিযান চালানোর জন্য ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিস্ফোরণে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলার অধিকাংশ পিলার ভেঙে গেছে। ফলে অনেকটা হেলে পড়েছে সাত তলা ভবনটি। এ অবস্থায় উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে।

এএআর/