সাংবিধানিকভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: রওশন এরশাদ

0
3


সাংবিধানিকভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কথা বলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও এইচ এম এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ।

সোমবার (২০ মার্চ) দুপুরে গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রধান প্রয়াত এইচ এম এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, এইচ এম এরশাদের জন্মদিন আলাদাভাবে পালন করলেও জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই। পার্টি ভালো চলছে, সামনে আরও ভালো হবে। এরশাদের স্মৃতি ধরেই এগিয়ে যাবে দল। মিলেমিশে থাকলে চলার পথ সুগম হবে বলেও জানান তিনি।

ইউএইচ/