রাজবাড়ী প্রতিনিধি:
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার মানোন্নয়নে রাজধানীর বাইরে দেশের প্রতিটি জেলায় কাজ করছি। শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শিক্ষা সকলের জন্য সার্বজনীন হবে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দির রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বর্তমানে আলিয়া মাদরাসায় যথাযথভাবে পাঠদান চলছে। তবে কিছু মাদরাসা আছে, যেগুলো কারিকুলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে না। তাদের সাথে আলোচনা করে কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী অনুসরণ করানো হবে। বিদ্যালয় পর্যায়ে মান ধরে রাখতে না পারলে; ভবিষ্যতে সমমানের মান আরও চ্যালেঞ্জিং হবে।
এএআর/