রাজধানীতে প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

0
3


আটককৃত হিমেল মুস্তাকিম (২০)।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিম (২০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সম্প্রতি হিমেল মুস্তাকিম তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে দাবি করে ‘এসএসসি ব্যাচ ২০২৩’ নামের একটি ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেয়। ওই পোস্টে সে উল্লেখ করে যে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।

পরবর্তীতে হিমেল তার ‘প্রশ্ন /Question All board’ নামের ফেসবুক পেজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে ও সেখানে সে প্রতি জনের কাছ থেকে ১৫৫০ টাকা নেয়।

সোমবার (১ মে) পুরো বিষয়টি নজরে এলে প্রতারককে শনাক্ত করে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির সাইবার মনিটরিং টিম।

/এসএইচ