যুক্তরাষ্ট্রে কনসার্ট শুরুর আগে ভেঙে পড়লো থিয়েটারের ছাদ

0
3


মিউজিক কনসার্ট শুরুর আগে টর্নেডো’র তাণ্ডবে ভেঙে পড়লো থিয়েটারের ছাদ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন। খবর রয়টার্সের।

শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় যখন অনুষ্ঠান শুরুর প্রস্তুতি চলছিল, তখনই শুরু হয় দমকা হাওয়া। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ছাদটি। সে সময় থিয়েটারে প্রায় আড়াইশ দর্শক ছিল। দুর্ঘটনার পর পরই চলে উদ্ধারকাজ।

ধ্বংসস্তূপের নিচে আর কেউ নেই বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। এ ঘটনায় আহত ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এটিএম/