সারমাত মিসাইলের নিত্যনতুন ভিডিও ছাড়ছে রাশিয়া

0
2


ইউক্রেনে যুদ্ধ চলাকালেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সারমাত এর নিত্যনতুন তথ্য ও ভিডিও প্রচার করছে রাশিয়া।

সোমবার (২৫ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা দফতর জানায়, এটি একাধিক হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম। রয়টার্সের তথ্য অনুসারে, শব্দের তুলনায় ২৭ গুণ বেশি দ্রতগতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র। এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভাঙতে পারবে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারী অস্ত্রটি।

গেলো সপ্তাহেই রাশিয়ার উত্তরাঞ্চলে চালানো হয় মিসাইলটির পরীক্ষা। প্রতিরক্ষা বিশ্লেষকদের অভিমত, পশ্চিমাদের ভয় দেখাতেই এসময় ক্ষেপণাস্ত্রটি সর্বসম্মুখে আনলো পুতিন প্রশাসন।

/এডব্লিউ