গাড়ি না পেয়ে মায়ের মরদেহ বাইকে করে বাড়ি নিলেন মধ্যপ্রদেশের যুবক

0
4


ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে মায়ের মরদেহ বহন করার জন্য কোনো গাড়ি না পেয়ে মোটরসাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে গেছেন মধ্যপ্রদেশের আনুপ্পুর জেলার গুদারু গ্রামের এক যুবক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ আগস্ট) শাহোদল মেডিকেল কলেজে হাসপাতাল থেকে এক যুবককে তার মায়ের মরদেহ মোটরসাইকেলে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়। যা ভিডিও করে ছেড়ে দেয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অল্প সময়ে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

প্রতিবেদনে বলা হয়, আনুপ্পুর জেলার গুদারু গ্রাম থেকে অসুস্থ মা জয়মন্ত্রী যাদবকে শাহোদল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুন্দর যাদব নামের এক যুবক। শনিবার (৩০ জুলাই) রাতে মায়ের মৃত্যু হলে মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লাশবাহী গাড়ি চান সুন্দর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুদারু গ্রামে মরদেহ নিয়ে যেতে পাঁচ হাজার রুপি দিতে হবে।

সেই টাকা জোগাড় করতে না পারায় শেষেমেশ ১০০ রুপি দিয়ে কাঠের পাটাতন কিনে তার ওপর মরদেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন সুন্দর। এভাবেই মোটরসাইকেলে করে মায়ের মরদেহ হাসপাতাল থেকে ৮০ কিলোমিটার দূরের গ্রামে নিয়ে যান তিনি।

/এনএএস