তিস্তার পানি প্রবাহের বিষয়ে জানতে চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

0
1


তিস্তা ইস্যুতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, তিস্তার পানি প্রবাহের বিষয়টি জানতে চেয়েই বাংলাদেশ এই চিঠি পাঠিয়েছে। ভারতের জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ভারতের দার্জিলিংয়ে তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে দুটি প্রকল্প শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানিপ্রবাহ কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় দিল্লিকে চিঠি দেয়ার কথা রয়েছে।

এই বিষয়ে তথ্য চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। সাংবাদিকদের সঙ্গে আলাপে এমনটি জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, পানি প্রবাহ কমে গেছে কিনা এ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একই সাথে আমরা যেসব তথ্য পেয়েছি তাও তাদের সাথে শেয়ার করা হয়েছে।

এসজেড/