বিশ্বের বাস অযোগ্য শহরের তালিকায় ৪র্থ ঢাকা | প্রতিফলন নেই মেয়রদের আশ্বাসের | Dhaka City

0
5

পৃথিবীর প্রধান ১৪০ শহরের মধ্যে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকার অবস্থান ১৩৭ তম । ২০২১ সালের বসবাসযোগ্য শহরের তালিকা এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট , ইআইইউ ।

এমন বাস্তবতা স্বীকার করে ঢাকা শহরকে বাস যোগ্য গড়ে তুলতে নানা উন্নয়ন প্রকল্প ও পদক্ষেপ হাতে নেয়ার কথা জানালেন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি মেয়র । দেশের রাজধানী ঢাকা । দখল , দূষণ , জলাবদ্ধতা আর যানজটে যেখানে নাভিশ্বাস উঠে নাগরিকের । কয়েক ঘন্টার কিংবা সামান্য বৃষ্টি ।

ফলে জলজটে পানির নিচে তলিয়ে যায় রাজধানীর অনেক প্রধান সড়ক অগিগলি । বুধবার ৩০ মিনিটের বৃষ্টিতে এমন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড এর কাজী আলাউদ্দিন সড়ক

ও নাজিরা বাজার এলাকায় । এমন নানা সমস্যা চিহ্নিত করে বসবাস অযোগ্য শহরের তালিকায় এবারও ঢাকার অবস্থান ১৩৭ তম । ২০২১ সালের গবেষণায় এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট , ইআইইউ । আর এসবের স্থায়ী সমাধানে নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার ।

ফলে রাজধানীর অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সমাধান হলেও , এখনো জলজট সমাধানের পথে হাটতে হচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে । বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে এই বিষয় কথা বলেন দক্ষিণের মেয়র ।

স্বীকার করেন জলাবদ্ধতা আর দুর্ভোগের কথাও । এসময় রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প , মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান মেয়র ।

তবে বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনো অবস্থাতে যেন ড্রেনে না ফেলা হয় সেজন্য রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান মেয়র ।