বুধবার রাতে দেশে এসেছে ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ। গেলো প্রায় দেড় মাসে তারা মারা গেছেন বিভিন্ন দেশে। রাত একটা থেকে দুইটার মধ্যে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া থেকে এসব মরদেহ এসে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
মালয়েশিয়া থেকে ১৩, সৌদি আরব থেকে ২ ও কাতার থেকে বাকি ৩ টি মরদেহ আসে। সন্ধ্যা থেকেই স্বজনরা ভিড় করেন বিমান বন্দরের আট নম্বর টার্মিনাল এলাকায়। তারা জানান অনেকেই নিজেদের শেষ সম্বল টুকু বিক্রি করে গিয়েছিলেন প্রবাসে। লাশ হয়ে ফিরে আসায় এসব পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।
বিমান বন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কে দায়িত্বরতরা জানান প্রত্যেকের দাফন ও সৎকারের জন্য তাৎক্ষণিক ভাবেই ৩৫ হাজার টাকা ও পরবর্তীতে আরো ৩ লাখ টাকা করে দিবে মন্ত্রণালয়।