রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন: আইনমন্ত্রী

0
4
আইনমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে এবং তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রাতে সাংবাদিক নেতারা আইনমন্ত্রী’র সাথে সাক্ষাৎ করতে গেলে এই আশ্বাস দেন তিনি। সচিবালয়ের সাংবাদিক ফোরাম, জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন ফোরামের সাংবাদিক নেতারা রাতে আইনমন্ত্রীর বাসায় যান।

এ সময় তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিক নেতারা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘটনায় রোজিনা ইসলামকে স্বড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। এ ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তদন্তে নারাজি জানিয়ে সাংবাদিক নেতারা নিরপেক্ষ তদন্ত কমিটি ঘটনের দাবি জানান। বিষয়গুলো খতিয়ে দেখে আইনমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।


আরো পড়ুনঃ দেশি গরুর মুত্র পান করলে করোনা হয় না , দাবি প্রজ্ঞা সিংয়ের | Corona Treatment