কারাগারে ১৮ ইমামের মৃত্যু!

0
1
China Uyghur

জিনজিয়াং প্রদেশে ২০১৪ সাল থেকে কমপক্ষে ৬৩০ মুসলিম ইমামকে আটক করেছে, চীন সরকার। বুধবার, উইঘুর রাইটস গ্রুপ জানায় এ তথ্য।

বিবিসি ও মানবাধিকার সংগঠনটির যৌথ প্রতিবেদনে বলা হয় কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন ১৮ জন ইমাম। বর্তমানে ডিটেনশন সেন্টারে রয়েছেন ৩ শতাধিক।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানো, সামাজিক কাঠামো লঙ্ঘন এবং বিচ্ছিন্নতাবাদ উস্কে দেয়ার অভিযোগ আনে সরকার। ৫ তেহেক ২০ বছর মেয়াদী কারাদন্ড ভোগ করছেন সবাই। অপরাধ বিবেচনায় ১৪ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। প্রতিবেদন অনুসারে গেল ৭ বছরে ধর্ম প্রচারে সংশ্লিষ্ট ১ হাজার ৪৬ জন মুসলিমকে আটক করা হয়েছে।


আরো পড়ুনঃ