এবার আইপিএলে করোনার হানা! কলকাতার ২ জন আক্রান্ত

0
6
IPL and Corona

অবশেষে করোনার থাবা পড়লো আইপিএলে। করোনা শনাক্ত হয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। এই জেরে আজকের কলকাতা ও ব্যাঙ্গালুরুর খেলা স্থগিত করা হয়েছে।

কলকাতার দুই বোলার বরুণ চক্রবর্তী ও স্বন্দীপ ওয়ারিয়রের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ক্রিকেটাররা বায়ো সিকিউরিটি ভা জৈব নিরাপত্তা বলয়ে থাকার পরও তারা কিভাবে আক্রান্ত হয়েছেন তা নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে। তবে বরুণ চক্রবর্তী কিছুদিন আগে স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থকেই আক্রান্ত হতে পারেন তিনি।

এর মধ্যে সাকিব আল হাসান সহ পুরো দলের করোনা টেস্ট করানো হয়েছে। এমনিতে ভারতে করোনা মহামারীর মাঝে আইপিএল চলা নিয়ে চলছে বিতর্ক।