ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেলেই ৫ বছরের জেল!

0
6
australia ban citizen from india

মহামারি পরিস্থিতিতে ভারত থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ঢুকলেই নাগরিকরা ভোগ করবেন ৫ বছরের জেল বা অর্থদণ্ড। সোমবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

সম্প্রতি ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরতদের পর্যবেক্ষণের পর অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে মিলেছে কোভিডের বেশি শক্তিশালী ভারতীয় ভ্যারিয়ান্ট। সেটির বিস্তার রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কেউ ফিরতে পারবেন না অস্ট্রেলিয়ায়। ভারতে বর্তমানে রয়েছে ৯ হাজার অস্ট্রেলিয় নাগরিক।

অন্যদিকে বাইডেন সরকার জানিয়েছে বর্তমানে ভারতে রয়েছেন এমন নন আমেরিকান নাগরিকরা প্রবেশ করতে পারবেন না যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানান, রোগ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসির পরামর্শে মঙ্গলবার থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশে নন আমেরিকান্দের উপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। দীর্ঘ দিন মিত্রতাপূর্ণ সম্পর্ক ভারতের সাথে। কয়েকযুগ ধরে আছে ভালো বাণিজ্যিক যোগাযোগও। কিন্তু মার্কিনিদের স্বাস্থ্য সুরক্ষা আগে। অক্সিজেন, ঔষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ সব ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে ভারতের সাথে।