ইরানের ব্যাপারে এবার সম্পূর্ণ বিপরীত । সুরে কথা বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

0
3

আঞ্চলিক শত্রু ইরানের ব্যাপারে এবার সম্পূর্ণ বিপরীত সুরে কথা বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান । মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টারে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রিন্স জানিয়েছেন , তেহরান – রিয়াদের ভালো সম্পর্ক চান তিনি । যুবরাজ সালমান বলেন , ইরানের জটিল পরিস্থিতি চাননা তারা । বিপরীতভাবে বলতে গেলে সৌদিরা চায় ইরান বেড়ে উঠুক এবং অঞ্চলটি ও বিশ্বকে সমৃদ্ধির দিকে নিয়ে যাক । রুহানি প্রশাসনের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সৌদি আরব কাজ করছে বলেও মন্তব্য করেছেন ক্রাউন প্রিন্স ।

বহু বছর ধরেই ইরান – সৌদি একে অন্যকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছে । সর্বশেষ ২০১৬ সালে ইরানে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ । তবে দুদেশের সম্পর্ক উন্নয়নে সম্প্রতি গোয়েন্দা পর্যায়ে আলোচনা করা হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম ।