২৮ এপ্রিলের পর থাকছে না লকডাউন | স্বাস্থ্যবিধি মানাতে জোর দেবে সরকার | No lockdown bd

0
2

২৮ এপ্রিলের পর আর লকডাউন নয় । নো মাস্ক নো সার্ভিস জোরদার করা হবে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । তবে এক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি । এদিকে সর্বাত্মক লকডাউনের দশম দিনেও ঢিলেঢালাভাব রাজধানী জুড়ে । মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গেল ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লবডাউনের ঘোষণা দেয় সরকার ।

আরো একদফা বাড়িয়ে করা হয় ১৪ দিন । সর্বাত্মক লকডাউনের দশম দিনে শপিংমল ও দোকানপাট খোলার প্রজ্ঞাপন জারি করে সরকার । নির্দেশনা অনুযায়ী সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে । তবে মানতে হবে স্বাস্থ্যবিধি । সরকারের এমন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা ।

তারা প্রতিশ্রুতি দিচ্ছেন , সরকারি নির্দেশনা পালন করবেন তারা । সর্বাত্মক লকডাউনের দশম দিনও অনেকটা ডিলেঢালা ভাবই রাজধানীজুড়ে । স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই । জনপ্রশাসন প্রতিমন্ত্রী , ২৮ এপ্রিলের পর আর বাড়ছে না কঠোর লকডাউন ।

তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ নান সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার । করোনা মোকাবিলায় সবাইকে নিয়েই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ।