ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারেন বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন , সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি । বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দিতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের হাতে তুলে দেন ।
চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন মির্জা আব্বাস । গেল শনিবার দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেয়া এ বক্তব্য ঘিরে তৈরি হয় নতুন মোড় । মির্জা আব্বাসের এমন মন্তব্যে , ইলিয়াস আলী ইস্যুতে নয় বছরের জনমতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে তার দল বিএনপি ।
এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান মির্জা আব্বাস । বক্তব্যের দায় গণমাধ্যমের ওপরও চাপান । এ নিয়ে গেল কয়েক দিনে ইলিয়াস সমর্থক এবং দলের ভেতর তৈরি হওয়া গুমোট পরিস্থিতি ।
এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন । চিঠিতে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য আসলে কী বলতে চেয়েছিলেন সে বিষয় ব্যাখ্যা করতে বলা হয়েছে ।