লকডাউনে গণপরিবহণ ছাড়া চলছে সবই |

0
7

সর্বাত্মক লকডাউনের প্রভাব নেই কোথাও । পুলিশের কঠোর অবস্থানের পরও মানুষকে রাখা যাচ্ছে না ঘরবন্দি । নানা অজুহাতে বের হচ্ছেন বাইরে । বিশেষ করে কাজের সন্ধানে বের হওয়া মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না । লকডাউনে মানুষকে ঘরবন্দী রাখতে পুলিশের নানা উদ্যোগের পরও রাস্তায় মানুষের ভিড় বাড়ছে প্রতিদিনই ।

যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে । প্রধান সড়কগুলোতে পুলিশের শক্ত অবস্থান থাকলেও গলিপথে চলছে গণপরিবহন ছাড়া সবই । হাটবাজারে নেই সর্বাত্মক লকডাউনের কোনও চিত্র । ক্রেতা – বিক্রেতারা কেনাবেচা করলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ।