ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভাটা পড়বে না বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
চার দিনের ভারত সফর শেষে সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্ত পথে ঢাকায় ফেরার সময় তিনি এই কথা বলেন।
দোরাইস্বামী বলেন করোনা মোকাবেলায় বাংলাদেশকে সত্তর লাখ ঠিকা সরবরাহ করেছে তাদের সরকার। তবে এই মুহুর্তে ভারতে ভ্যাক্সিনের সংকট রয়েছে। সংকট কাটিয়ে উঠতে ভ্যাক্সিনের উৎপাদন বাড়ানো হচ্ছে। খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বাকি ঠিকা সরবরাহ পেয়ে যাবে বলে জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।