বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া আগের তুলনায় ভালো আছেন । করোনা সংক্রান্ত উপসর্গ নেই । বুধবার রাতে খালেদা জিয়ার বাসভবনে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর সাংবাদিকদের এসব কথা জানান , খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা . এ জেড এম জাহিদ ।
জানান , করোনা আক্রান্তের ১৪ তম দিন শেষে বেগম জিয়ার শরীরের অবস্থা তুলনামূলক ভালো ।
শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকার পাশাপাশি খাবারের রুচিও ভালো । দু একদিনের মধ্যে কিছু রক্ত পরীক্ষা এবং আগামী সপ্তাহে আবারো করোনা টেষ্ট করানো হবে । দেশবাসীর কাছে বেগম জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান তিনি ।