সর্বোচ্চ সংক্রমক জেলা মৌলভীবাজার হওয়াতে জেলাবাসীর দাবী পিসিআর ল্যাব স্থাপনের জন্য | Moulvibazar

0
7

সব রেকর্ড ভেঙ্গে অল্পদিনের ব্যবধানেই দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণের জেলা মৌলভীবাজার । গবেষণা সংস্থাগুলোর হিসাবে শনাক্তের হার ৪৮ শতাংশ হলেও জেলা স্বাস্থ্য বিভাগের দাবি ২২ ভাগের কম । উচ্চমাত্রার এ সংক্রমণের জন্য প্রবাসীদের – ই দায়ী করছেন প্রশাসনের কর্মকর্তারা । তারউপর ভাইরাস পরীক্ষার জন্য আরটি – পিসিআর ল্যাব না থাকায় ব্যাহত হচ্ছে রোগ নির্ণয় ।

করোনার প্রথম ঢেউ মৌলভীবাজারে আঘাত করে আক্রান্তের হার ৫% শতাশের উপর নিতে পারে নি । কিন্তু দ্বিতীয় ঢেউ ভেঙ্গেছে সব রেকর্ড । বেসরকারী গবেষণা ও স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল সপ্তাহ জুড়ে আক্রান্তের হার ছিল দেশের মধ্যে সর্বোচ্চ ৪৮% শতাংশ । যদি ও সিভিল সার্জন অফিসের হিসেবে গড় শনাক্ত ২২% শতাংশের বেশি নয় । হাসপাতালগুলোতে উৎসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় সিলেটে ।

২ থেকে ৪ দিন অথবা সপ্তাহ খানিক অপেক্ষা করতে হয় ফলাফল পেতে । করোনার উচ্চ ঝুঁকির জেলা হলে ও পিসিআর (PCR) ল্যাব না থাকায় বাড়ছে ভোগান্তি ।

পরীক্ষা করানোর আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ । সাধারণ মানুষরা বলছেন , রেজাল্ট আসতে দেরি হচ্ছে । তাহলেতো সে অন্য ব্যক্তিকে ও আক্রান্ত করতে পারে । করোনা মহামারি রোধ করতে হলে রোগ নির্ণয় করতে হবে অতি দ্রুত । মৌলভীবাজারে পিসিআর (PCR) ল্যাব স্খাপনের দাবি মৌলভীবাজারীবাসীদের ।

পিসিআর (PCR) ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে জেলার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন ,জিন এক্সপার্ট ম্যাশিন দিয়ে আপাদত করোনা টেষ্টের উদ্যোগ নেওয়া হয়েছে । ৪ দিনের স্যাম্পল ১৮৯ টি এখন ও পেন্ডিং অবস্থায় আছে । পিসিআর (PCR) ল্যাব যে আমরা আমাদের এখানে যে
জিন এক্সপার্ট ম্যাশিন আছে টিভি রোগীর পরীক্ষা করি । আমরা চালু করে দিবো সেখানে একটি সাইড করোনার রোগীদের জন্য ।

আক্রান্তের হার বৃদ্ধিতে প্রবাসী মানুষদের অসেচতনতার ভূমিকা রয়েছে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা । মৌলভীবাজার জেলা প্রশাসক জানান , আমাদের প্রবাসীরা দেশে এসে কোয়ারেন্টাইন মেইনটেইন করছেন না । তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন । আত্মীয় – স্বজনদের বাড়িতে যাচ্ছেন ।

সেখানে সচেতনতার বিশাল অভাব দেখা গেছে । স্বাস্থ্য বিভাগের হিসেবে মৌলভীবাজারে এ পর্যন্ত কোভিড পজেটিভ ২১১০ জন এবং প্রাণ গেছে ২৪ জনের ।