রোজা শুরুর আগেই লাগামহীন বাজার | টানা বাড়ছে এক ডজন পণ্যের দাম

0
3

শবে বরাত ও রমজানের আগেই চড়া নিত্যপণ্যের বাজার । যার সুবিধা নিচ্ছেন কিছু মুনাফাখোর ব্যবসায়ী । সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে , টানা এক মাস ধরে উর্ধ্বমুখী অন্তত এক ডজন জরুরী পণ্যের দাম ।

নিয়ন্ত্রণহীনভাবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন টিসিবির পণ্যের দিকে । খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন , আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে ।

ক্যাব বলছে , নজরদারি বাড়াতে হবে অতি মুনাফা প্রবণ ব্যবসায়ীদের ওপর । সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গেল এক মাসে মসুর ডালের দাম বেড়েছে ৫ শতাংশ । দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৮.৩৩ শতাংশ ।

এছাড়া ব্রয়লার ও লাল লেয়ার মুরগির দাম নিয়ন্ত্রণহীন ।এছাড়াও গেল এক মাস ধরেই উর্ধমুখি সয়াবিন , চিনি , আটাসহ জরুরী অনেক নিত্যপণ্যের দাম । রমজান ঘিরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়লেও এখনও দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জে বেড়েই চলছে দাম ।

সরবরাহ বেশি থাকলেও চাহিদা বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা । যদিও ব্যবসায়ীরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের ।চট্টগ্রাম সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বলছেন , এবারে পণ্য আমদানি কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে ।

এজন্য রমাজনে পণ্য সংকটের শঙ্কা নেই । খুচরা বাজারে বাড়তি দামের কারণে টিসিবির পণ্যে সংগ্রহে নেমেছেন ক্রেতারা । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের তেল চিনি মসূর ডাল এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের এমন দীর্ঘ সারি । টিসিবি বলছে , শিগগিরি আরো নতুন পণ্য যোগ হবে । টিসিবিতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০ টাকা লিটার ।

চিনি ৫০ টাকা , মসূর ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় । আর পেয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে ।