এবার জাপান সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া!

0
3
North Korea

মাত্র একদিনের ব্যবধানে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো, উত্তর কোরিয়া। বৃহস্পতিবার, তথ্যটি নিশ্চিত করে জাপান-দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

জাপান সাগর লক্ষ্য করে ছুঁড়া হয় এই মিসাইলগুলো। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র বক্তব্য এই ধরণের পরীক্ষা জাপান সহ গোঠা অঞ্চলের জন্য বড় হুমকি। যদিও কোনো ধ্বংসাবশেষ সনাক্ত করা যায় নি সমুদ্র সীমায়।

দক্ষিণ কোরিয়ার চিফ অফ স্টাফও দুটি মিসাইল ক্ষেপণের তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু এখনো জানা যায় নি সেসবের মডেল। মঙ্গলবারে ইস্ট সাগর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এ ধরণের আচরণ করেছে উত্তর কোরিয়া।

যদিও একে উস্কানিমূলক নয় এমন আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী।