নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । উপজেলার বসুরহাটে আবারও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন । আজ ভোর ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে ।
এ আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি , সংগঠন , রাজনৈতিক দল , গণজমায়েত , সভা , সমাবেশ , মিছিল , র্যালি , শোভাযাত্রা , যে কোন ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে ।এর আগে মঙ্গলবার রাতে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলিতে আলা উদ্দিন নামে এক জন নিহত হন ।
এসময় ওসি মীর জাহিদুল হক রনি ও পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক আহত হন । এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।
গেল ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হন ।