আশ্রয়ন প্রকল্পের বাড়ি দেয়ার কথা বলে টাকা আত্নসাতের ঘটনায় নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত । দুপুরে উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম ফারুকের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন চেয়ারম্যান লাবু । পরে থাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ।
আদালত সূত্রে জানা যায় , ২০১৭-২০১৮ অর্থবছরে নাজিরপুর ইউনিয়নে আশ্রয় প্রকল্পের বাড়ি দেওয়ার কথা বলে , তিন জনের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন চেয়ারম্যান লাবু । কিন্তু ঘর না দেওয়ায় টাকা আত্নসাতের অভিযোগ উঠে চেয়ারম্যানের বিরুদ্ধে ।
এই ঘটনায় জালাল উদ্দিন নামে একজন ভুক্তভোগী মামলা করেন ।