পৌর নির্বাচনে আওয়ামীলীগের জয় জয়কার

0
3
Election

তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভায় হওয়া নির্বাচনে ৪৯টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৩৪ জন মেয়র প্রার্থী জয় পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী জিতেছেন ৭ টি পৌরসভায়। বিএনপি ২টি ও স্বতন্ত্র সহ অন্যরা ছয় পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে সবগুলো পৌরসভাতেই ব্যালট পেপারে ভোট নেয়া হয়েছে। নির্বাচনী সহিংসতা এড়াতে কেন্দ্রে মোতায়েন ছিল আনসার ও পুলিশ সদস্য। পাশাপাশি ছিল স্ট্রাইকিং ফোর্সও।

তৃতীয় ধাপের নির্বাচনে মেয়র কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী।