আবারো দেশীয় মডেলের আত্মহত্যা। রাজধানীর ভাটারায় নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মডেল সাদিয়া নাজের কাজিন শাওন জানান , তাদের বাসায় রাত পৌনে তিনটায় খবর আসে এবং তারা সবাই গিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে সাদিয়ার দেহ।
এরপর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কেন আত্মহত্যা করেছে সাদিয়া কোনো তার পরিবার কিছুই অনুমান করতে পারছে না বলে শাওন জানান।
তিনি বলেন , ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল, সেখান থেকে ফুটেজ উদ্ধার করলে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে।