রাশিয়ায় ফিরে গ্রেফতার হলেন পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি!

0
4
নাভালনি

রাশিয়ায় ফেরার পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি গ্রেপ্তার হলেন।

মস্কো বিমান বন্দরে বিরোধী রাজনীতিককে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন হাজারও কর্মী সমর্থক। তাদের সামলানোর জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ। বেশ কয়েকজন আটকও হন।

কিন্তু উড়োজাহাজটির গতিপথ পাল্টে সেরেন থিয়েভো এয়ারপোর্টে নামানো হয়। তার সফসঙ্গী ছিলেন স্ত্রী জুলিয়া, আইনজীবি ও ডজনখানেক সংবাদকর্মী। সেখানে নাভালনিকে পুলিশের একটি দল আত্মসমর্পণের নির্দেশ দেয়। নতুবা বল প্রয়োগের হুশিয়ারি আসে।

তার বিরুদ্ধে অভিযোগ আদালতের স্থগিতাদেশ অমান্য এবং গ্রেফতার এড়াতেই রাশিয়ার বাইরে পলায়ন করেছেন অ্যালেক্সাঈ নাভালনি।


আরও পড়ুনঃ ঘন কুয়াশায় বাস বাস চালাতে গিয়ে খাদে পরে আহত ২০!

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ!