মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড

0
0


জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২৪। রাজধানী কুয়ালালামপুরের উইসমা এমসিএর পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ঢালিউড কিং শাকিব খান।

রোববার ছুটির দিন প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের ছিল উপচেপড়া ভিড়। এরমধ্যে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স মন কারে দর্শকদের।

ক্লোজ আপ-১ তারকা পুলক অধিকারীর একের পর এক গানে মুগ্ধ হন এমসিএর হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এবং মিম চৌধুরীর দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় মালয়েশিয়ায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিককেও।

সবার হাতে ক্রেস্ট তুলে দেন ঢালিউড কিং শাকিব খান। অনুষ্ঠানের আয়োজক ছিল রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুপ ইভেন্ট।

জেডএইচ/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]