কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় প্রাণ গেলো সিলেটের শ্যালক-দুলাভাইয়ের

0
2


কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালক। রোববার (৮ ডিসেম্বর) তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুয়েতের আল-সাবা নামক মরুভূমি এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লার ছেলে কয়েছ মিয়া (৪৪) ও তার শ্যালক একই উপজেলার লামাকাজি ইউনিয়নের শাখারিকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য চমক আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েছ মিয়া কুয়েতের আল-সাবা মরুভূমি এলাকায় একটি ছাউনিতে তাবুর ভেতরে থাকতেন। গত মঙ্গলবার কয়েছের অসুস্থতার খবর পেয়ে দেখতে যান তার শ্যালক রাসেল আহমদ ও তার বড় ভাই হেলাল আহমদ। রাসেল ও হেলাল দুজনেই অন্তত ১০০ কিলোমিটার দূরের এলাকায় থাকেন। রাতে কয়েছের শরীর আরও খারাপ হওয়ায় ছোট ভাই রাসেলকে রেখে বড় ভাই হেলাল চলে যান। পরে কয়েছ ও তার শ্যালক রাসেল জেনারেটর চালিয়ে তাবুর ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেখানকার স্থানীয় পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমক আলী আরও বলেন, হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে রোববার তাদের মরদেহ নিজ এলাকায় পৌঁছায়। পরে দুপুরে নরশিংপুর উত্তরের মাঠে কয়েছ মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে রাসেল আহমদের জানাজা উপজেলার লামাকাজি ইউনিয়নের শাখারীকোনা নিজ গ্রামে সম্পন্ন হয়।

আহমেদ জামিল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।