ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টিতে হারে শুরু হয়েছে বাংলাদেশের। সিলেটে আজ (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।
সিরিজে টিকে থাকার এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া আইরিশরা ৫ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।
আইরিশ দলের ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩, গাবি লুইস ১৮ বলে ১৪, ওরলা প্রিন্ডারগেস্ট ২৫ বলে ৩২, লিয়ে পল করেন ১৯ বলে ১৬। শেষদিকে লরা ডেলানি ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন।
বাংলাদেশের নাহিদা আক্তার ২০ রানে ২টি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস আর ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
এমএমআর/জেআইএম