নারায়ণগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
0


নারায়ণগঞ্জের ফতুল্লায় রোকসানা নামে এক গার্মেন্টকর্মী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মুসলিমনগর হাবুইল্লার ব্রিজ সংলগ্ন মোখলেছুর রহমানের ভাড়াটিয়া বাসার একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা (১৯) পিরোজপুর জেলার নেসারাবাদ থানার পঞ্চবটি এলাকার ফিরোজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, রোকসানা গ্রামের বাড়ি থেকে এসে ফতুল্লায় বাসা ভাড়া করে ছিলেন। মাঝে মাঝে তার স্বামী এখানে এসে থাকতেন। আত্মহত্যা করেছে নাকি কেউ হত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য রোকসানার মরদেহ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।