মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় মিললো শটগান

0
0


রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গা থেকে একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করা হয়।

রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে, মোহাম্মদপুরের বারুইখোলা সাদেক খান পাম্প সংলগ্ন ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে আছে।

এমন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।