নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিতাই চন্দ্র বর্মণ (২৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সোনারগাঁ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দ্র বর্মণ উপজেলার সাতভাইপাড়া এলাকার মৃত উমেস চন্দ্র বর্মণের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিতাই চন্দ্র বর্মণ ইজিবাইকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তার ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মো. আকাশ/ইএ