বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের ফের আদালতে তোলা হলো। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১ বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে তাদের তোলা হয়।
পি কে হালদারের ভাই প্রানেশ হালদার, ইমাম হোসেন ও শর্মী হালদার ওরফে আমানা সুলতানের জামিন মঞ্জুর করে ছিলেন কলকাতার নগর দায়রা আদালত।
এদিন বাকি অভিযুক্তদের হয়ে জামিনের জন্য জোরালো দাবি রাখেন অভিযুক্ত পক্ষের আইনজীবী মিলন মুখার্জি।
এ সময় বিচারক অভিযুক্ত পক্ষের আইনজীবী ও ইডির আইনজীবী দু’পক্ষের জবাব শুনে পরবর্তী হাজিরা ৩ ডিসেম্বর ধার্য করেন।
বাংলাদেশে গ্লোবাল ইসলামী ব্যাংকের (এনআরবি) ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদাররে বিষয়ে ২০১৯ সালে রেড এলার্ট জারি করে ছিল তৎকালীন বাংলাদেশ সরকার। সেই সময় পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় যাতায়াত করে ছিলেন তিনি।
এরপরেই ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ, বোর্ড হাউস ১৫, গ্রিনটেক সিটি থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। এছাড়াও রাজ্যটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পিকে হালদারের আরও ৫ সহযোগীকেও গ্রেফতার করা হয়।
ডিডি/এমএসএম