টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইসহাক নামে এক যুবক । আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ জানুয়ারী বিবাদী আব্দুর রহমান বাদিকে স্বশরীরে হাজির হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছেন । ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমানিত হবে বলে দাবি বাদি ও তার আইনজীবির ।গেল ১৩ ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসহাক ।
মামলায় বাদী উল্লেখ করেছেন , আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি । ১৯৯২ সালের ৫ এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয় । বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভী আব্দুস সালাম ।বিয়ের কাবিন নামা রেজিষ্ট্রি করা প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেন নি বদি ।
মামলায় এই বিয়ের দুই জন স্বাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে । এরপর , দুই পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন ব ও সুফিয়া দম্পতি । সুফিয়া সন্তান সম্ভাবা হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন । এতে রাজি হন নি সুফিয়া ।
পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয় । বিয়ের ৫ মাস পরে ১৯৯৪ সালে ৪ এপ্রিল জন্ম নেন ইসহাক । ইসহাক জানান , প্রাপ্ত বয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় তিনি বার বার বদির সরনাপন্ন হয়েও কাজ হয় নি ।তাই তিনি আদালতের সরনাপন্ন হয়েছেন ।
ইসহাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত । আগামী ১৪ জানুয়ারী দিন ধার্য করা হয়েছে । মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারেই বেড়ে উঠেন ইসহাক ।