গলায় ফাঁস দিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা | Suicide

0
3
{"subsource":"done_button","uid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1608712378208","source":"other","origin":"gallery","source_sid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1608712378216"}

জামালপুরের ইসলামপুরে সৌদি প্রবাসীর স্ত্রী মোছাঃ লিমু আক্তার যিনি এক সন্তানের জননী শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর মোল্লাপাড়া এলাকায় দিবাগত রাতে ।এক সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী যার নাম মোছাঃ লিমু আক্তার তিনি মোল্লাপাড়া এলাকার হাজী মতিউর রহমান মোল্লার চতুর্থ ছেলের বউ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, লিমুর বিবাহ প্রায় ৩ বছর আগে হয় সৌদি প্রবাসীর সঙ্গে এবং শ্বশুর-শ্বশুড়ী হতে আলাদা হয়ে এক বছর আগে থেকে আলাদা হয়ে তাদের সংসার জীবণ শুরু করেন।

পরে ঘটনাস্থলে পরিবার থেকে পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় করে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া জানতে চাইলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো ।