৫০ শতাংশ সরকারি কর্মচারী হোম অফিস করবেন

0
1


ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিন ধরে শহরটি বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে বুধবার (২০ নভেম্বর) দিল্লি সরকার ঘোষণা দিয়েছে যে তাদের ৫০ শতাংশ কর্মচারী হোম অফিস করবেন।

দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রায় এক ঘোষণায় জানিয়েছেন, দূষণ কমাতে দিল্লি সরকার হোম অফিসের সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ কর্মচারী বাসা থেকে কাজ করবেন। তাছাড়া এ বিষয়ে দুপুরে মন্ত্রিসভার একটি বৈঠক হবে।

দিল্লির দূষণ কমাতে এর আগেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরটির সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি বিএস ৩ এর নিচে থাকা পেট্রলচালিত গাড়ি ও বিএস ৪ এর নিচে থাকা ডিজেলচালিত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, বুধবার দিল্লির দূষণ স্কোর ৬১৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। গেলো শুক্রবার থেকে দিল্লির বায়ুর মান বিপজ্জনক অবস্থায় আছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।