মানিকগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

0
0


মানিকগঞ্জের শিবালয়ে নুরজাহান বেগম (৩২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বোয়ালিপাড়া চক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নুরজাহান বেগম উপজেলার শিবালয় ইউনিয়নের ইখলাস শেখের (৪০) স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় দশক আগে ইখলাস শেখের সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। তার স্বামী পেশায় একজন গাছ ব্যবসায়ী। তাদের তিনটি সন্তান রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।