করোনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবাসী শ্রমিকরা বেশি ঝুঁকির মুখে রয়েছে জাতিসংঘ

0
3

করোনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি আর্থসামাজিকভাবে ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে , জাতিসংঘ । কর্মসংস্থান সংকোচনের ধারাবাহিক প্রবণতায় এই সংকট আরও প্রকট হচ্ছে ।

অনেককেই তাদের কর্মঘণ্টা কমিয়ে ফেলতে বলা হচ্ছে বা কেউ কেউ এখনও কর্ম হারাচ্ছেন ।আর এতে এশিয়া – প্যাসিফিক অঞ্চলে ৮ কোটি ১০ লাখ কর্মী তাদের চাকরি হারিয়েছেন । কর্মহীন এসব প্রবাসী শ্রমিকরা বিভিন্ন দেশে আটকা পড়া ছাড়াও আর্থীক সমস্যার মুখোমুখি হচ্ছে ।

এছাড়াও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে করোনায় মহামারির প্রভাব পড়েছে সুদূরপ্রসারী।