জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের ২৫ সদস্যের কর্মপরিষদ গঠন

0
2


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার সদস্য নির্বাচন, শপথ এবং ২৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) রাত ৮টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরী মজলিসে শূরার প্রথম অধিবেশন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য মো. আব্দুর রব।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের পুননির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনের শুরুতে নির্বাচিত মনোনিত শূরা সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ পড়ান মহানগরী আমির। মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে মোহাম্মদ সেলিম উদ্দিন ২০২৫-২০২৬ সেশনের জন্য সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে নায়েবে আমির ও ড. মুহাম্মদ রেজাউল করিমকে সেক্রেটারি এবং মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাতকে সহকারী সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট মহানগরীর কর্মপরিষদ সদস্যের নাম ঘোষণা করেন।

নারীদের নিয়ে পৃথক মহিলা বিভাগীয় মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন হয়েছে।

এএএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।