বিভিন্ন সময়ে নানাবিধ বিষয়ে কথা বলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এবার অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্টাটাস দিয়েছেন তিনি। এই স্টাটাসের মাধ্যমে কিছু প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে প্রস্তাবনাও রেখেছেন।
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘সম্মানিত পরিবেশ উপদেষ্টা মহোদয়, জানি না একটি জাতির সুস্থভাবে বেঁচে থাকার মতো পরিবেশ সৃষ্টির মৌলিক কাজগুলো কেউ অন্তত শুরু করে দিতে পারবে কি না। আমাদের খাদ্যের নিরাপদতা (নিরাপত্তা নয়) ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে কীটনাশকের হেভিমেটাল। যা গত কয়েকদিন যাবত অনবরত বলে যাচ্ছি। যা আগেও বহুবার বলেছি।’
তিনি লিখেছেন, ‘দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি। আমাদের ব্যাটারি ডিস্পোজাল নীতিমালা না থাকায় কোটি কোটি ব্যাটারি থেকে হেভিমেটাল পরিবেশের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে খাদ্যের নিরাপদতাকে ধ্বংস করে দিচ্ছে। মাটি, পানি, ফসল, শাক-সবজি, মাছ ইত্যাদিতে যুক্ত হচ্ছে হেভিমেটালের দূষণ। ঘরে ঘরে দেখা দিচ্ছে ক্যানসার, কিডনি ফেইলিওরসহ ভয়াবহ সব মরণ ব্যাধি।’
আরও পড়ুন
সাবেক এই অতিরিক্ত সচিব লিখেছেন, ‘উন্নত বিশ্বের সব দেশেই ব্যাটারি ডিস্পোজাল নীতিমালা আছে, যা কঠোরভাবে মেনে চলা হয়। দরকার হলে তাদের থেকে পরামর্শ বা কনসালটেন্ট নিয়োগ করে ব্যাটারি ডিস্পোজাল নীতিমালা বা আইন করা হোক। আমরা ডুবে যাচ্ছি ভয়াবহ পরিবেশ দূষণকারী ব্যাটারির তলায়। উদ্ধারের পথ জানি না।’
সবশেষে তিনি আক্ষেপ জানিয়ে লিখেছেন, ‘মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। আশা নিয়ে স্বপ্ন দেখে। জানি না এসব স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন বা অন্তত শুরু হবে কি না। আমরা পারি না, এমন কাজ নেই। অথচ করি না। এই আফসোস নিয়েই হয়তো দুনিয়া থেকে চলে যেতে হবে।’
এসইউ/এমএস