দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বুলুর

0
0


দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজধানীর এয়ারপোর্ট রোড সুপার মার্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, দেশের জনগণের ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো।

এসময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।